বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে কুমিল্লা জেলা পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা অ্যাডভোকেট মফিজুর রহমান বাবলুসহ নির্বাচিত আইনজীবী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যা সাতটায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সম্মেলন কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত,কুমিল্লা আইনজীবী সমিতি সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিজ্ঞ আইনজীবীরা।