কুমিল্লায় জেলা পুলিশের আয়োজনে ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিতদের ফলাফল ঘোষনা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা পুলিশ লাইন্স শহীদ আর.আই.এ.বি.এম আব্দুল হালিম মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম(বার)।
এসময় পুলিশ সুপার বলেন, স্মার্ট বাংলাদেশ বির্নিমানে স্মার্ট পুলিশের নিয়োগ নিশ্চিতে শতভাগ নিরপেক্ষতা ও স্বচ্ছতার সাথে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এতে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৫হাজার ৮শ ২২জন আবেদনকারীর মধ্যে লিখিত ভাইবা এবং শারীরীক পরীক্ষা শেষে চূড়ান্তভাবে ১৮১জন পুরুষ ও ২৫জন মহিলাকে নির্বাচিত করা হয়েছে।
নির্বাচিত প্রার্থী ও তাদের স্বজনরা জানায় স্বচ্ছ এবং নিরপেক্ষ নিয়োগ হওয়ায় তারা সকলে আনন্দিত।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার আশফাকুজ্জামান(অপরাধ), কুমিল্লা সদর সার্কেল এসপি কামরান হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মতিউর রহমান (ডিএসবি) সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকতারা।