নাসির উদ্দিন
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষিত, কুমিল্লা(দঃ)জেলা আওয়ামীলীগের কার্যালয়ে বিকাল ৫টায় চট্রগ্রাম বিভাগীয় শান্তি সমাবেশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
গত ১০ জুন(শনিবার)বিকাল ৫টায় কুমিল্লা জেলা যুবলীগের সিনিয়র সদস্য বঙ্গবাসী আবাদের সভাপতিত্বে, চট্রগ্রাম বিভাগীয় শান্তি সমাবেশ বাস্তবায়ন করার লক্ষে, বরুড়া উপজেলা যুবলীগ নেতাকর্মীদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক এহতেশামুল রুমি,যুগ্ম আহবায়ক আবূদুস সুহান,খন্দকার সেলিমের সঞ্চালনায়,বক্তব্য রাখেন বরুড়া উপজেলা যুবলীগের আহবায়ক অধ্যক্ষ রুহুল কুদ্দুস(সুমন),বক্তব্য তিনি বলেন কুমিল্লা দঃ জেলা যুবলীগ কমিটি গঠনের প্রাককালে সোহেল সামাদ জীবন বৃত্তান্তে নিজেকে আহবায়ক উল্লেখ করে জেলা যুবলীগের সদস্য পদ বাগিয়ে নেন, এছাড়া ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনেও অনুরূপ নানান অসত্য তথ্য সরবরাহ করেও আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে নৌকার বিরুদ্ধে দোঁয়াত কলম প্রতীকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নির্বাচন করেছিলেন।
সোহেল সামাদ একের পর এক দলীয় শৃঙ্খলার তোয়াক্কা না করে উপজেলা যুবলীগের কথিত আহবায়ক পরিচয়ে স্থানীয় সংসদ সদস্যের উপস্থিতিতেই একই মঞ্চ বিভিন্ন ইউনিয়ন যুবলীগ কমিটিও ইচ্ছামত ঘোষণা করে সমগ্র উপজেলা যুবলীগের নেতাকর্মীদের মধ্যে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা অব্যাহত রেখেছে।
এমতাবস্থায় অনতিবিলম্বে সাংগঠনিকভাবে ঐ স্বঘোষিত আহবায়কের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অভিভাবক, মানবিক ও সুশৃঙ্খল যুবলীগের প্রতিষ্ঠাতা,শেখ পাশা,কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক,মাইনুল হোসাইন খান নিখিল,যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারেস্টার শেখ নাইম,সাংগঠনিক সম্পাদক,মসিউর রহমান সহ জেলা কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দদের বলেন বরুড়া উপজেলা যুবলীগে শৃঙ্খলা ফিরিয়ে এনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যথাযথ ভূমিকা পালন সহযোগিতা করার উদাত্ত আহবান জানান। উক্ত পস্তুতি সভায় বরুড়া উপজেলা যুবলীগের আহবায়ক অধ্যক্ষ রুহুল কুদ্দুস(সুমনের)নেতৃত্বে সভায় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা যুবলীগ সদস্য মিজানুর রহমান,বাউকসার ইউনিয়নের কৃতি সন্তান যুবলীগ নেতা কাউসার আমিন মজুমদার সজিব সহ উপজেলা যুবলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।