পূর্ব শত্রুতার জেরে কুমিল্লা নগরীর টিক্কারচর এলাকায় দিনের বেলায় ১৮ বছর বয়সী হৃদয় নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করেছে । নগরীর টিক্কারচর কবরস্থানের পাশে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত হৃদয়ের বাড়ি সংরাইশ এলাকার গোজুদ্দার বাড়িতে। স্থানীয় লোকজন জানান, কয়েকদিন আগে সুজানগরের রাজিব মিয়ার সঙ্গে হৃদয়ের কথা-কাটাকাটি হয়। এর জেরে হৃদয় বুধবার সকালে বাড়ি থেকে বের হলে রাজিব তার পিছু নেন। পরে টিক্কারচর কবরস্থানের পাশে তার পেটে ছুরিকাঘাত করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এলাকার লোকজন জানান, বেশ কয়েকদিন আগে সুজানগরের রাজিব মিয়ার সঙ্গে হৃদয়ের কথা-কাটাকাটি হয়। এর জেরে হৃদয় বুধবার সকালে বাড়ি থেকে বের হলে রাজিব তার পিছু নেন। পরে টিক্কারচর কবরস্থানের পাশে তার পেটে ছুরিকাঘাত করেন। ঘটনাস্থলেই হৃদয়ের মৃত্যু হয়।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনওয়ারুল আজিম বলেন, ‘আমরা রাজিব নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার বিষয়টি শুনিয়েছি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। আমরা মরদেহ উদ্ধার করে থানায় এনেছি। এখনও কোনো মামলা হয়নি।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।