আনন্দঘন পরিবেশ ও নানান অনুষ্ঠানের মধ্যদিয়ে সম্পন্ন হলো টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন,কুমিল্লার বাৎসরিক ফ্যামিলী ডে। ১লা এপ্রিল কোটবাড়ি ব্লু ওয়াটার পার্কে দিনব্যাপী নানান খেলাধূলা,বিনোদন ,সাংকৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসকের পক্ষে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ শওকত ওসমান।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ সহিদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক, মহানগর জাতীয় শ্রমিকলীগ সভাপতি এম এ কাইয়ুম, বার্ড কর্মচারী ইউনিয়ন সভাপতি জাকির হোসেন, কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক রাশেদা আক্তার, নবাব ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকসানা ফেরদৌস মজুমদার , বুড়িচং উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট রেজাউল করিম খোকন, ,আর টিভি ও দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি আবুল খায়ের,দৈনিক দেশ রুপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি ও কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জাকির,। অনুষ্ঠানে টেলিভিশন সাংবাদিকদের পরিবারের সদস্যরা ছাড়াও কুমিল্লার বিভিন্ন পেশার নেতৃবৃন্দ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ অংশ নেন। অনুষ্ঠানে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কুমিল্লার সাবেক সভাপতি এটিএন বাংলা ও এটিএন নিউজের প্রতিনিধি খায়রুল আহসান মানিকের ৬৬তম জন্মদিন উপলক্ষে কেককাটা হয় এবং মানিককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাংবাদিকগণ। অনুষ্ঠানে বিভিন্ন খেলাধূলা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ শওকত ওসমান।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন,কুমিল্লার সভাপতি হুমায়ুন কবির রনী,সহ সভাপতি গোলাম কিবরিয়া, যমুনা টেলিভিশনের রফিকুল ইসলাম চৌধুরী খোকন,সাধারণ সম্পাদক জিটিভির সেলিম রেজা মুন্সী, সহ-সাধারন সম্পাদক বৈশাখী টেলিভিশনের আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক এশিয়ান টিভির দেলোয়ার হোসাইন আকাইদ, অর্থ সম্পাদক দীপ্ত টিভির শাকিল মোল্লা, প্রচার-প্রকাশনা ও সমাজকল্যাণ সম্পাদক মাছরাঙা টেলিভিশনের জাহাঙ্গীর আলম ইমরুল, দপ্তর সম্পাদক বাংলা টিভির মোঃ আরিফুর রহমান মজুমদার, নির্বাহী কমিটির সদস্য এটিএন বাংলা ও এটিএন নিউজের খায়রুল আহসান মানিক, দেশটিভির এম ফিরোজ মিয়া, এনটিভির জালাল উদ্দিন, বিটিভির জেলা প্রতিনিধি রাবেয়া আক্তার। অনুষ্ঠান পরিচালনা করেন টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কুমিল্লার সাবেক সভাপতি ওমর ফারুকী তাপস।