কুমিল্লা ডায়াবেটিক সমিতির ৩৬তম বার্ষিক সাধারণ সভা ডায়াবেটিক হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভা শুরুতে কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাতের মৃত্যুতে ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয় এবং মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করে অনুষ্ঠানের প্রধান অতিথি দোয়া ও মোনাজাত করেন।
বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মহানগর আওয়ামীলীগের সভাপতি ও কুমিল্লা ডায়াবেটিক সমিতির প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা আকম বাহা উদ্দিন বাহার।
কুমিল্লা ডায়াবেটিক সমিতির সভাপতি মেহেরুন্নেছা বাহারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি ও ডায়াবেটিক সমিতির নির্বাহী সদস্য এডভোকেট জহিরুল ইসলাম সেলিম, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি ও ডায়াবেটিক সমিতির সহ সভাপতি ডাঃ আবদুল বাকী আনিছ, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মির্জা মোঃ কোরায়েশি, কোষাধ্যক্ষ প্রবাল শেখর মিঠু, সদস্য ডাঃ মোঃ শহিদুল্লাহ সহ ডায়াবেটিক সমিতির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এফআর/অননিউজ