বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিঃস্ব হয়ে গেছেন অনেক ব্যবসায়ী। ঈদের আগে এ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে দিশাহারা। সমবেদনা ও আর্থিক সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার, মেয়র আরফানুল হক রিফাত ও কুমিল্লা দোকান মালিক সমিতি।
কুমিল্লার স্থানীয় সংসদ সদস্য হাজী বাহার এমপি ব্যক্তিগতভাবে ১০ লাখ টাকা এবং এর পাশপাশি কুমিল্লা দোকান মালিক সমিতিকে আরও ১০ লাখ টাকা এবং কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিফাতকে ৫ লাখ টাকা সহায়তা প্রদানের আহ্বান জানান। এ সময় দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ ও মেয়র আরফানুল হক রিফাত এমপি বাহারের আহ্বানে সাড়া দিয়ে এ সহায়তা প্রদানে সম্মতি জানান। এমপি বাহার, মেয়র রিফাত ও দোকান মালিক সমিতির এ ২৫ লাখ টাকা সহায়তা দোকান মালিক সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের হাতে রবিবার এ টাকা তুলে দেন।