কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনের ৮৪ দিন পর পাঁচ সদস্যের আংশিক কমিটি আজ শনিবার বিকেলে অনুমোদন দেওয়া হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়। চলতি বছরের ২৭ সেপ্টেম্বর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি পদে জাকারিয়া তাহের সুমন ও সাধারণ সম্পাদক পদে আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমের নাম ঘোষণা করা হয়। যদিও ওইদিনই সুপার ফাইভের নাম ঘোষণা করার কথা ছিল। কিন্তু দুইজনের নাম ঘোষণা করে তিনটি নাম ঘোষণা করা হয়নি।
ওই তিন পদের মধ্যে সিনিয়র সহসভাপতি পদে মো. আমিরুজ্জামান ভূইয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক পদে মো. কামরুল হুদা ও সাংগঠনিক সম্পাদক পদে মো. নজরুল হক ভূইয়া স্বপনের নাম ছিল। আজ তাঁদের নাম সভাপতি ও সাধারণ সম্পাদকের নামের সঙ্গে যুক্ত করে পাঁচজনের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।
দলীয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২৪ নভেম্বর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সর্বশেষ সম্মেলন হয়। চলতি বছর ২ ফেব্রুয়ারি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ১৬ বছর পর গত ২৭ সেপ্টেম্বর সম্মেলন হয়।
পাঁচ সদস্যের আংশিক কমিটির মধ্যে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুল হুদা চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতির পদেও আছেন। তিনি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে নির্বাচন করছেন। সাংগঠনিক সম্পাদক মো. নজরুল হক ভূইয়া স্বপন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক। ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক জিএস।
মো. আমিরুজ্জামান ভূইয়া কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল ও যুবদলের সভাপতি ছিলেন। কুমিল্লা মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ছিলেন। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।
সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল ও যুবদলের সভাপতি ছিলেন। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ছিলেন। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ছিলেন।
জাকারিয়া তাহের সুমন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ছিলেন। তিনি কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৮ (বরুড়া) আসনে নির্বাচন করছেন।
জানতে চাইলে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন বলেন, এখন পাঁচ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় নির্বাহী কমিটি। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হবে।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com