কুমিল্লা নগরীর টিক্কারচরে গোমতী নদীর ব্রিজ পারাপারের সময় নদীতে পড়ে নিখোঁজ আজাদ (২৭)'র গলিতলাশ উদ্ধার করেছে দেবিদ্বার থানা পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় জেলার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ বাজারের খেয়াঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহত আজাদ আদর্শ সদর উপজেলার বিবির বাজার ইউনিয়নের অরন্যপুর গ্রামের আনার হোসেনের ছেলে।
আজাদ গোমতী নদীতে পড়ে গত ছয় দিন নিখোঁজ ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ নয়ন মিয়া। তিনি জানায়, গত শুক্রবার সকালে আজাদ ব্রিজ থেকে নদীতে পড়ে যায়। পরে তার স্বজনরা ডুবুরি দিয়ে অনেক খোঁজাখুঁজি করেছিলো। কিন্তু তাকে আর পাওয়া যায়নি। নিখোঁজের ছয় দিন পর জাফরগঞ্জ খেয়াঘাট এলাকায় ভাসমান লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছেন। উদ্ধারের পরপরই আমরা তার পরিচয় সনাক্ত করতে সক্ষম হই। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।