কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ ঘোষণার দাবিতে যুক্তরাজ্যের লন্ডনে বসবাসরত প্রবাসীদের ১০ হাজার গণস্বাক্ষর সম্বলিত দাবী যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম এর নিকট হস্তান্তর করেছেন কুমিল্লা বিভাগ দাবীর প্রবক্তা, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার।
প্রবাসীদের সংগঠন দ্যা কুমিল্লা কনসোর্টিয়াম এর উদ্যোগে কুমিল্লা নামে কুমিল্লা বিভাগের দাবিতে ১০ হাজার গণস্বাক্ষর সংগ্রহ করা হয়।
যুক্তরাজ্যের লন্ডনে বসবাসরত প্রবাসীদের গণস্বাক্ষর হস্তান্তর অনুষ্ঠানে উপস্তিত ছিলেন দ্যা কুমিল্লা কনসোর্টিয়াম ইউকের প্রধান উপদেষ্টা রুহুল আমিন, আহবায়ক সাইফুল ইসলাম দুদু, সদস্য সচিব তানভীর আহমেদ।
যুক্তরাজ্যের লন্ডনে কুমিল্লার প্রবাসীদের আয়োজনে কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ ঘোষনার দাবিতে গণস্বাক্ষার সংগ্রহ ও নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।