কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর উদ্যোগে উন্নত গ্রাহকসেবা প্রদান কল্পে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মনোহরগঞ্জ উপজেলার সরসপুর ইউনিয়নের সরসপুর ভাটিয়া ভিটা প্রাঙ্গণে আয়োজিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন সরসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আবদুল মান্নান।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উজালা রানী চাকমা, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর সিনিয়র জেনারেল ম্যানেজার মো. জাকির হোসেন, মনোহরগঞ্জ জোনাল অফিসের ডিজিএম নীল বাধক ভৌমিক, এলাকা পরিচালক আবদুর রহমান ভুঁইয়া। এজিএম ইলিয়াস পাটোয়ারীর সঞ্চালনায় উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন এজিএম সাহেদুজ্জামান, সরসপুর ইউপি সদস্য মাহফুজুর রহমান, ইমাম হোসেন, খোদেজা বেগমসহ আরো অনেকে।