কুমিল্লা বন্যায় ক্ষতিগ্রস্থদের পূর্ণবাসন করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক।।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বন্যাসহ যে কোন প্রাকৃতিক দূর্যোগে বাঙ্গালি সহযোহিতায় ঝপিয়ে পড়ে, আমরাও কাজ করছি। বন্যার্তদের সহযোগিতায় বিজিবি, র্যাব, বিমান বাহিনী, সেনাবাহিনী পুলিশসহ বিভিন্ন বাহিনী কাজ করছে। ত্রানের কোন সমস্যা হবেনা। সাময়িক কষ্ট হলেও আমাদের একটু সময় দিতে হবে। বন্যায় ক্ষতিগ্রস্থদের পূর্ণবাসন করা হবে।
তিনি দুপুরে কুমিল্লার বুড়িচং সোনার বাংলা কলেজে বিজিবির উদ্যোগে ত্রাণ বিতরণ ও বিজিবির মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের এসব কথা বলেন।
এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সহ বিজিবি সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজিবির উদ্যোগে অসহায় ৫০০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ এবং বিজিবির বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পরিচালিত বিশেষ মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা।

এআই/অননিউজ24

আরো দেখুনঃ