কুমিল্লা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর সিবিএ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছে। ২৩ জানুয়ারী (সোমবার) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। মোট ২০০ ভোটার নিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিকেল সাড়ে ৪ টায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর সিবিএ নির্বাচনে আবুল খায়ের – হুমায়ুন পরিষদ হাতুড়ি মার্কা রেজিষ্ট্রেশন নং ১৯৩৩ বিজয় বিপুল ভোটে বিজয়ী হয়।
অন্য দিকে আকতার – মালেক রেজিষ্ট্রেশন ৯৮৯ ছাতা মার্কা পরাজিত হয়।
সভাপতি আবুল খায়ের সরকার ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সরকার (স্বপন) হাতুড়ি মার্কা (খায়ের – হুমায়ুন) পরিষদ মোট ২০০ ভোটের মধ্যে ১৩৮ ভোটে জয় হয়। আকতার -মালেক পরিষদ ছাতা মার্কা ভোট পায় ৬২ ভোট। এবং ১৩৮ ভোট পেয়ে (খায়ের – হুমায়ুন) পরিষদ মোট জয়লাভ করেন।
আবুল খায়ের পরিষদের সভাপতি মোঃ আবুল খায়ের সরকার, অন্যান্যরা হলেন, সহ-সভাপতি কাজী জসিম মান্না, সহ-সভাপতি মোঃ নাসিম, সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন কবির সরকার (স্বপন), সহ- সাধারণ সম্পাদক মোঃ রিপন প্রমুখ।