কুমিল্লা বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে শীত বস্ত্র বিতরন
কুমিল্লার সদর দক্ষিনে রাবেয়া বাশার ফাউন্ডেশনের আয়োজনে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে শীত বস্ত্র, অভিভাবকদের মাঝে কম্বল বিতরন ও ক্যান্সার আক্রান্ত রোগীকে আর্থিক সহায়তা প্রধান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সদর দক্ষিনে ভুবনপুর পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ে বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাবেয়া বাশার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাবেয়া বাশার।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নূর আহম্মদ মজুমদার, বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ডাঃ কিরন বৈদ্য, সহকারি প্রধান শিক্ষক মমিনুল ইসলাম, সদস্য মাহবুবুল আলম, দাতা সদস্য মোস্তফা কামালসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্ত, শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
রাবেয়া বাশার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাবেয়া বাশার বলেন, এই ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে দরিদ্র ছাত্র-ছাত্রীদের লেখা পড়া, অসহায় গরীব দুঃস্থদের চিকিৎসাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও করে যাবে।
এফআর/অননিউজ