বৈষম্যমূলক পে-স্কেল ও পেনশন স্কেলের প্রতিবাদে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন কুমিল্লা বিশ্বদ্যিালয়ের শিক্ষক ও কর্মকর্তারা-কর্মচারিরা। যার কারণে বন্ধ রয়েছে সকল প্রকার ক্লাস ও পরীক্ষা।
আজ মঙ্গলবার সকালে বিশ্বদ্যিালয়ের প্রশাসনিক ভবনের সামনে কর্মবিরতি উপলক্ষ্যে পৃথক অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিরা।
এসময় বক্তব্য দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় অফির্সাস এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ জাতির হোসেন,সাধারন সম্পাদক মোহাম্মদ ছাদেক হোসেন মজুমদার,যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ আক্তার হোসেনসহ অন্যরা।
আন্দোলনে অংশগ্রহনকারীরা জানান, দাবি বাস্তবায়ন না হলে কেন্দ্রিয় সিদ্ধান্ত অনুযায়ী কর্মসূচি পালন করে যাবে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিরা।