র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার একটি আভিযানিক দল ২৯ ডিসেম্বর কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন হরিন ধরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মোটর সাইকেলে করে মাদক পরিবহনের সময় ১৪ বোতল ভদকাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার কোতয়ালী থানার উত্তর দূর্গাপুর গ্রামের এরশাদ মিয়ার ছেলে মোঃ শাহিদ উদ্দিন শাকিল(২৮) এবং একই থানার আড়াইওরা গ্রামের মৃত জয়দুল হোসেন এর ছেলে মোঃ রিপন(৩০)। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত মোটর সাইকেলটিও জব্দ করা হয়।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ভদকাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার বুড়িচং থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণকরা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
আয়েশা আক্তার/অননিউজ24