কুমিল্লা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে চার প্রতিষ্ঠানকে ২৫ হাজার ৫শ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক।।
আজ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে কুমিল্লার রাজগঞ্জ এলাকার মুরগীসহ নিত্যপণ্যের বাজারে তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় তদারকি টিমের ছদ্দবেশী সদস্যের কাছে ২ কেজি সোনালী মুরগীর ওজনে ৪০০ গ্রাম কম এবং ১১৬ টাকা বেশি নেওয়ায় রুবেল ব্রয়লার হাউজকে ২০ বিশ হাজার টাকা জরিমানা এবং ওজনে কারচূপির কাজে ব্যবহৃত চারটি পরিমাপক যন্ত্র জব্দ করে ধ্বংস করা হয়। এছাড়াও পরিমাপক যন্ত্রের ওপর ফ্যান লাগিয়ে কৌশলে ওজনে কম দেওয়ায় আব্দুল্লাহ তাইফ ব্রয়লার হাউজকে ৩ হাজার টাকা, মূল্য তালিকায় গড়মিল থাকায় গাজীপুরী ব্রয়লার হাউজকে ২ হাজার টাকা এবং অতিরিক্ত দামে সবজি বিক্রির প্রস্তাব করায় জাভেদের সবজির দোকানকে ৫শ টাকাসহ মোট চার প্রতিষ্ঠানকে ২৫ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।
অভিযানে উক্ত এলাকার চাল, মাছ, মাংস, ডিম, মুদি ও সবজির বাজারে বিশেষ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয় এবং সকলকে ভোক্তা অধিকার আইন মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।
সকাল সাড়ে ৯টা থেকে ১২টা পর্যন্ত সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে চলা এ অভিযানে সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া এবং জেলা পুলিশের একটি টিম এ অভিযানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।