কুমিল্লা মহানগর আওয়ামী লীগের নবগঠিত কমিটির প্রথম বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় নগরীর প্রাণকেন্দ্র রামঘাট আওয়ামী লীগ কার্যালয় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব ফ্লোরে এ সভা হয়।
সভার শুরুতে মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্যা কন্যা জননেত্রী শেখ হাসিনা বাস্তবায়িত কমিটি ক্লিনিক মডেল জাতীয়সংঘ কতৃক সারা বিশ্বের গ্রামীণ জনপদের জন্য " দি শেখ হাসিনা ইনিশিয়েটিভ" মডেল গ্রহণ করায় অভিনন্দন জানানো হয়।
বর্ধিত সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি। সভায় সঞ্চালনা করেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আরফানুল হক রিফাত। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমির চন্দ। সভায় কমিটির প্রায় সকল সদস্য ও উপদেষ্টাবৃন্দ অংশগ্রহণ করেন। এসময় দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটির প্রথম সভায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনসহ বেশকিছু সাংগঠনিক সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্তের মধ্যে রয়েছে আগামী ২১ মে রবিবার ধানমণ্ডি ৩২ নম্বর জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। আগামী ৮ জুন বৃহস্পতিবার টুঙ্গিপাড়া জাতির পিতার মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন। এছাড়া তিন যুগ্ম সাধারণ সম্পাদক ও তিন সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব বন্টনসহ অঙ্গ সহযোগী সংগঠনকে গতিশীল করতে বেশকিছু সাংগঠনিক সিদ্ধান্ত নেয়া হয় বর্ধিত সভায়।
সভা শেষে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপির শুভ জন্মদিন উপলক্ষে কেক কেটে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। এসময় এমপি বাহারের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।