কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার মহানগর আওয়ামী লীগের অন্তর্ভুক্ত ২৭ টি ওয়ার্ড আওয়ামীলীগের কার্যকরী কমিটির নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা করার নির্দেশনা দেন।
নির্দেশনা অনুযায়ী গতকাল শুক্রবার সন্ধ্যায় মহানগর আওয়ামীলীগ কার্যালয়ের মা ফজিলাতুন্নেছা ফ্লোরে ২০নং ওয়ার্ড ও ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের কার্যকরী কমিটির নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় মত বিনিময় সভায় কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট জহিরুল ইসলাম সেলিমের সভাপতিত্বে মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান আব্বাসী, যুগ্ম সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ নূরুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলু, আর্দশ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল, মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শিবু প্রসাদ রায়,কুমিল্লা মহানগর আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক হাসান খসরু,শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক সায়েরীন সায়ের, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক এনামুল হক এনাম, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ হাবিব উল্লাহ তুহিন, উপদপ্তর সম্পাদক নাইমুল হক হিমেল সহ ২০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল অহিদ , সাধারণ সম্পাদক কাউন্সিলর আনোয়ার হোসেন , ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি গেয়াস উদ্দিন কাউসার ও সাধারণ সম্পাদক কাইয়ুম খান বাবুল সহ মহানগর আওয়ামীলীগ এবং ওয়ার্ড আওয়ামীলীগের অন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ৮ দিনে প্রতিদিন দুটি করে ১৬টি ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভা সম্পূর্ণ হয়েছে।