স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ।
কর্মসূচির মধ্যে অন্যতম হচ্ছে কুমিল্লা মহানগরী ও আদর্শ সদর উপজেলার প্রত্যেক ওয়ার্ডের মসজিদে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন। এছাড়া কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে কুমিল্লা টাউন হল মাঠে গণভোজ আয়োজন করবে।
গতকাল শুক্রবার (১১ আগষ্ট) কুমিল্লা মহানগর আওয়ামী লীগের জরুরি বর্ধিত সভায় জাতীয় শোক দিবসের এসব কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি। এসময় সাধারণ সম্পাদক সিটি মেয়র আরফানুল হক রিফাত, কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি সমীর চন্দ্র সহ মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, মহানগর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের জাতীয় শোক দিবসের দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে ১৫ আগষ্ট সকাল ৯ টায় মহানগর আওয়ামী লীগের কার্যলয় প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ । পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। ১৫ আগষ্ট সকাল থেকে নগরী ও আদর্শ সদর উপজেলার সকল ওয়ার্ডের মসজিদে মসজিদে স্ব স্ব ওয়ার্ডের দলীয় নেতৃবৃন্দের ব্যবস্থাপনায় কোরআন খতম এর আয়োজন করা হবে ।
১৫ আগষ্ট বাদ আসর প্রত্যেক মসজিদে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। এছাড়া মন্দির প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। শোক দিবসে সন্ধ্যার পর কুমিল্লা টাউন হলে মাঠ জেলা প্রশাসন আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় সকল নেতা-কর্মীদের উপস্থিতি।
এছাড়া সভায় সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।