কুমিল্লা মহানগর আওয়ামীলীগ ২নং ওয়ার্ডের আয়োজনে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ২৫শে এপ্রিল সোমবার উক্ত ইফতার মাহফিলের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত।
তিনি বলেন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের তপছিল ঘোষণা করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যেন নৌকা প্রতীক উপহার দেন আপনারা সবাই আমার জন্য এই দোয়া করবেন। আমি আপনাদের মাঝে সবসময় সেবক হিসেবে থাকতে চাই বাকী দিনগুলো আপনাদের ভালবাসায় বেঁচে থাকতে চাই। কুমিল্লা মহানগর আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, ৪নং আমড়াতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক, মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ, কৃষকলীগের আহবায়ক খোরশেদ আলম, সেচ্চাসেবকলীগের আহবায়ক জহিরুল ইসলাম রিন্টু, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মেদ নিয়াজ পাবেল, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভপতি ও সাধারণ সম্পাদক সহ আরো অনেকে। অনুষ্ঠানের সমন্বয়ক ছিলেন ২নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদুর রহমান মাসুদ।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।