পদযাত্রার নামে বিএনপি- জামায়াতের সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে শান্তি সমাবেশ করেছে কুমিল্লা মহানগর যুবলীগ।
শনিবার বিকেল তিনটা থেকে ৫ টা পর্যন্ত কুমিল্লা মহানগর আওয়ামীলীগ কার্যালয় প্রাঙ্গনে চলা শান্তি সমাবেশের নেতৃত্ব দেন কুৃৃমিল্লা মহানগর যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ।
এ সময় মহানগর যুবলীগের বিভিন্ন ওয়ার্ডের পাঁচশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। শান্তি সমাবেশে মহানগর যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ বলেন, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার সিটি করপোরেশেনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতসহ যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খানের নির্দেশে আমরা কুমিল্লা মহানগর যুবলীগ শান্তিপূর্ণ সমাবেশ করেছি। আমরা মানুষের জানমালের নিরাপত্তার জন্যই মাঠে অবস্থান নিয়েছি।