পঞ্চগড়ে বিএনপি জামাতের প্রত্যক্ষ মদদে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে এবং বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশব্যাপী যুবলীগের শাস্তি সমাবেশের অংশ হিসেবে শান্তি সমাবেশে করেছে কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগ।
১১মার্চ শনিবার বিকেল ৪টা থেকে ৫ টা পর্যন্ত কুমিল্লা মহানগর আওয়ামীলীগ কার্যালয় প্রাঙ্গনে চলা শান্তি সমাবেশের বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর যুবলীগের আহবায়ক
আবদুল্লা আল মাহমুদ সহিদ।
এ সময় মহানগর যুবলীগের বিভিন্ন ওয়ার্ডের পাঁচশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। শান্তি সমাবেশে মহানগর যুবলীগের আহবায়ক আবদুল্লা আল মাহমুদ সহিদ বলেন, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার সহ যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে আমরা কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগ শান্তিপূর্ণ সমাবেশ করেছি।
আমরা মানুষের জানমালের নিরাপত্তার জন্যই মাঠে অবস্থান নিয়েছি, যতদিন পর্যন্ত বিএনপি-জামাতের সন্ত্রাসের রাজনীতি চলবে ততদিন কুমিল্লা মহানগর যুবলীগের নেতৃবৃন্দ রাজপথে অবস্থান নিয়ে প্রতিহত করবে