শুক্রবার রাতে কুমিল্লা নগরীর বিষ্ণুপুর মৌলভীপাড়া ঈদগাহ মাঠে কুমিল্লা মহানগর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সন্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি।
ত্রি-বার্ষিক সন্মেলনে অনুষ্ঠানের প্রধান অতিথি জয়নাল আবেদীন জনি কে সভাপতি ও মুস্তাক আহমেদ মোহন কে সাধারণ সম্পাদক করে ৬৯ সদস্যের নতুন কমিটি ঘোষণা করেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আরফানুল হক রিফাত। মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডাক্তার তাহসিন বাহার সূচনার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলির সদস্য ডাক্তার সেলিম ।
ঝাঁকজমকপূর্ণ উক্ত সম্মেলনে মহানগর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী সহ মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন পেশায় কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। উক্ত সম্মেলনে ১নং ওয়ার্ড যুবলীগ,
স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করা হয় ।