কুমিল্লা মুরাদনগর রামচন্দ্রপুরে আমিননগর যুবসমাজের আয়োজনে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট গ্র্যান্ড ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মুরাদনগর রামচন্দ্রপুর হাই স্কুল মাঠে ফাইনাল খেলা উদ্বোধন করেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার।
ইউপি চেয়ারম্যান ইকবাল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে শেষে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও কুসিক মেয়র আরফানুল হক রিফাত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, মহানগর যুবলীগের আহবায়ক আবদুল্লা আল মাহমুদ সহিদ, আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল, মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ডক্তর আহসানুল আলম সরকার কিশোর, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য মোঃ মোকলেছুর রহমান, আদর্শ সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আহমেদ নিয়াজ পাভেল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সাদেকুর রহমান পিয়াস, মহানগর ছাত্রলীগের আহবায়ক আবদুল আজিজ সিহানুক।
ফাইনাল খেলায় ট্রাইবেকারে মুরাদনগরের চারিপাড়া ফুটবর একাদশ হোমনার রামপুর ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলায় পুরষ্কার হিসেবে ছিল চ্যাম্পিয়ন দলের জন্য ১২ সিফটি ফ্রিজ রানার্স আপ দলের জন্য ৩৬" এলইডি টিভি।
ফাইনাল খেলার পুরস্কার বিতরণী শেষে মুরাদনগর রামচন্দ্রপুর রামকান্ত বহুমুখী উচ্চবিদ্যালয়ে স্বারক বৃক্ষরোপন করেন কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিফাত।