সোমবার ২৭ অক্টোবর সকাল হইতে দুপুর ১২ টা পর্যন্ত কুমিল্লা মেডিকেল কলেজে রোগীদের হয়রানির অভিযোগে র্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ১১ দালাল গ্রেপ্তার করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত তাদের ২০ দিন বিনাশ্রম কারাদণ্ডে কারাগারে পাঠিয়েছে।ঘটনাস্থল হতে দালাল চক্রের ১০ জন সক্রিয় সদস্য আটক করা হয়।আটককৃত আসামিরা হলেন ১। মোঃ সোহেল (৩০), পিতা-মৃত আবু মিয়া,২। মাহবুবুর রহমান (২৮), পিতা-গাজী আব্দুল লতিফ, ৩। মোঃ জাকির (৪৩), পিতা-মৃত শফিউল্লা, ৪। মোঃ তাজুল ইসলাম, পিতা-এরশাদ মিয়া, ৫। মাহমুদ (৪০), পিতা-গাজী মোঃ আঃ মোমিন,৬। মোঃ নাছের (৩৬), পিতা-খলিলুর রহমান, ৭। মোঃ ইমন (২১), পিতা-রকিবুল ইসলাম,সর্ব থানা-কোতয়ালী মডেল, ৮। মোঃ আলাদিন, পিতা-আবুল কালাম, সাং-চিওড়া, থানা-চৌদ্দগ্রাম, ৯। মোঃ অপু (৩৪), পিতা-মোঃ মোর্শেদ আলম, সাং-রাজাপাড়া, থানা-সদর দক্ষিন মডেল, সর্বজেলা-কুমিল্লা, ১০। আব্দুল আজিজ, পিতা-মোঃ তাজেম হোসেন, সাং-উত্তর আজিজ ফাজিলপুর, থানা-দাগনভূঁঞা, জেলা-ফেনী। অভিযানটি পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরোজ কোরাইশি দৃপ্ত, সহায়তা করেছেন র্যাব ১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।
তিনি জানান, মেডিকেলে ওয়ার্ডবয় থেকে অ্যাম্বুলেন্স চালক পর্যন্ত দালাল কার্যক্রমে জড়িত ছিলেন। এই অভিযান দালাল শূন্যের কোটায় আনা এবং শৃঙ্খলা ফিরিয়ে আনার অংশ।