কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা রেলওয়ে স্টেশনে বিনা টিকিটের যাত্রীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার দিন ব্যাপী ওই অভিযান পরিচালনা করা হয়। এসময় বিনা টিকিটে ভ্রমণ করা যাত্রীদের জরিমানা আদায় করা হয়। তাছাড়া প্লাটফর্মে পজ মেশিনের মাধ্যমে যাত্রীদের তাৎক্ষণিক টিকিট দেয়া হয়। পাশাপাশি ঝুঁকি কমাতে ট্রেনের ছাদে যাতে কেউ ভ্রমণ করতে না পারে সেজন্য তৎপরতা চালানো হয়।
এসময় রেলওয়ে কুমিল্লা সহকারী নির্বাহী প্রকৌশলী মুরসালীন রহমান, রেলওয়ে নিরাপত্তা বাহিনী কুমিল্লা স্টেশনের সাব ইন্সপেক্টর মো: মঞ্জুরুল ইসলাম সহ টিটিইগণ উপস্থিত ছিলেন।
রেলওয়ে নিরাপত্তা বাহিনী কুমিল্লা স্টেশনের সাব ইন্সপেক্টর মো: মঞ্জুরুল ইসলাম জানান বিনা টিকিটের যাত্রীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে জরিমানা আদায়, ভ্রমণকারীদের তাৎক্ষণিক পজ মেশিনের মাধ্যমে টিকিট প্রদান সহ ট্রেনের ছাদে যাতে কেউ ভ্রমণ করতে না পারে সেজন্য নিরোৎসাহীত করা সহ ব্যবস্থা গ্রহণ করা হয়।
এফআর/অননিউজ