কুমিল্লা শাসনগাছা এলাকা থেকে সোমবার(২৫ অক্টোবর) রাতে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-১১। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ শাসনগাছা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ঢাকার কেরাণীগঞ্জ চড়াইল গ্রামের মোঃ শহীদ ভান্ডারীর ছেলে মোঃ সজীব (২৫)।
মঙ্গলবার(২৬ অক্টোবর) মেজর মোহাম্মদ সাকিব হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-১১।
এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
র্যাব জানায়, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।