জাতীয় শোক দিবসে নানা আয়োজনের মধ্যদিয়ে শোক ও শ্রদ্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেছে কুমিল্লার ঐতিহ্যের বিদ্যাপীঠ কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজ। বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে তাকে স্মরণ করে প্রতিষ্ঠানটি। কর্মসূচিতে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. আবদুস ছালাম।
গতকাল সোমবার ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ভোরে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা ও শোক দিবসের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিনের কার্যক্রম। সকাল ১০ টার জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর ক্যাম্পাসে শোক র্যালী বের করা হয়। এর পর বঙ্গবন্ধুর উপর ডকুমেন্টরী ও আলোকচিত্র প্রদর্শন করা হয়। বেলা সাড়ে ১২ টায় শোক দিবসের দেয়ালিকা উন্মোচনের পর শুরু হয় আলোচনা সভা। কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক লুৎফুর নাহার লাকী, অর্থনীতি বিভাগের প্রভাষক নারগীস আফরোজ, গনিত বিভাগের প্রভাষক কাজী মোহাম্মদ ফারুক। অনুষ্ঠান সঞ্চালনা করেন চারু ও কারু কলা বিভাগের প্রভাষক ঝুমুর দাশ। পরে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com