কুমিল্লার খ্যাতনামা বিদ্যাপীঠ কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজ শিক্ষক পরিষদ আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠান গতকাল সোমবার কলেজ মিলনায়তনে অনুুষ্ঠিত হয়েছে। এতে কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তাবৃন্দ,খ্যাতনামা কলেজসমূহের অধ্যক্ষ- উপাধ্যক্ষ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কুমিল্লা অঞ্চলের কর্মকর্তা সহ শিক্ষা প্রশাসনের গুরুত্বপূর্ন ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদদের উপস্থিতিতে গুণিজনদের মিলন মেলায় পরিনত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. আবদুস ছালাম। সভাপতিত্ব করেন কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেন। ইফতারে অংশ নেন কুমিল্লা শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর মো. রুহুল আমিন ভূইয়া, ইন্দুভোষন ভৌমিক, কুমিল্লা শিক্ষাবোর্ড সচিব প্রফেসর নূর মোহাম্মদ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান, কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জামাল নাছের,মাউশি কুমিল্লা অঞ্চলের পরিচালক প্রফেসর শোমেশ কর চৌধুরী, কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ মো. বাহাদুর হোসেন, কলেজ পরিদর্শক প্রফেসর মো.জহিরুল ইসলাম পাটোয়ারী, বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আজহাারুল ইসলাম, উপ-পরিচালক (হি: ও নি:) মো. ছানাউল্লাহ কুমিল্লা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর হাসনাত আনোয়ার উদ্দিন আহাম্মেদ, ভিক্টোরিয়া কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মৃণাল কান্তি গোস্বামী, কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান, উপ-সচিব (একাডেমিক) মো.শাফায়েত মিয়া, উপ-সচিব (প্রশাসন) মো. সাহাব উদ্দিন,উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ শহিদুল ইসলাম, মোহাম্মদ হাবিবুর রহমান, ড. শফিকুল ইসলাম প্রমুখ। এছাড়া কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক মো. লুৎফুর রহমান সহ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।