কুমিল্লা শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ বছর পাশের হার ৭১ দশমিক ১৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৯ শ ২২ জন। গেল বছর থেকে এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ২ হাজার ২ শ ৬৭ জন। ফলাফলে ছেলেদের থেকে মেয়েরা এগিয়ে আছে।
বেলা ১১ কুমিল্লা শিক্ষা বোর্ড মিলনায়তনে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর নিজামুল করিম আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষনা করেন। চলতি বছর এ বোর্ডের আওতায় ছয় জেলায় ১ লাখ ১২ হাজার ৩শ ১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেন। এদের মধ্যে পাশ করেছে ৭৯ হাজার ৯ শ ৫ জন। শতভাগ পাশ করেছে ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাশ করেনি।
একে/অননিউজ২৪