কুমিল্লা সদরের আমড়াতলী ইউনিয়নের শালুকমোড়া এলাকার জামে মসজিদের পাশ খেকে ৯৮৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে কোতয়ালী মডেল থানার অধীন ছত্রখিল পুলিশ ফাঁড়ীর রাত্রিকালীন টহল দল।
গত (২৫ মার্চ) রাতে কুমিল্লা পুলিশ সুপারের নির্দেশে এ অভিযান পরিচালিত হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সিএনজি অটোরিক্সার ড্রাইভার ও তার সহযোগী আরও ২ জন অনটেষ্ট সিএনজি গাড়ীটি ফেলে দৌড়ে পালিয়ে যায়। তখন ঘটনাস্থলে সিএনজি গাড়ীর ভিতর থেকে ৪ টি প্লাস্টিকের বস্তার মধ্যে থেকে সর্বমোট ৯৮৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে অনটেষ্ট সিএনজি গাড়ীর চালকসহ অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মাদক আইনে অত্র মামলা দায়ের করে।