কুমিল্লা সদরের চাঁনপুর ব্রিজ এলাকায় চেকপোষ্ট স্থাপন করে একটি নোহা মাইক্রোবাস গাড়ি তল্লাশি করে ৭৪ কেজি গাঁজাসহ মোঃ এমদাদুল হক এম্ভু (৩৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গত ২৭ এপ্রিল রাত সাড়ে ৭ টায় জেলা গোয়েন্দা শাখার একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে।
আটক হওয়া মোঃ এমদাদুল হক এম্ভু কুমিল্লা সদরের আমড়াতলী গ্রামের সর্দার বাড়ির আমির হোসেনের ছেলে। পালিয়ে মো: শাহীন (৩৫) কুমিল্লা সদরের বড়জ্বালা গ্রামের ছিদ্দিক মিয়ার স্ত্রী।
ডিবি পুলিশ জানায়, চাঁনপুর ব্রীজ এলাকায় চেকপোষ্ট পরিচালনাকালে ঢাকা মেট্রো-চ-৫১-১৯১৫ রেজিঃ নাম্বারের একটি সাদা রংয়ের নোহা গাড়ীর চলাচল সন্দেহ হলে থামানোর জন্য সংকেত দেন। গাড়ীটিকে সংকেত দিলে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ীর চালকসহ তার সহযোগী গাড়ীটি থামিয়ে গাড়ী হতে নেমে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে, ডিবি পুলিশের চেকপোষ্ট পরিচালনাকারী অফিসার ও ফোর্সগণ উক্ত গাড়ীটিসহ একজনকে আটক করে।
উপস্থিত লোকজনের সামনে উক্ত আটককৃত নোহা গাড়ীটি তল্লাশী করে গাড়ীর ভিতরে পিছনের সিটের উপর হতে ৭৪ কেজি গাঁজা উদ্ধার করে।
পলাতক আসামীর বিরুদ্ধে ১৫/১৬ টি মাদক মামলাসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে । এই ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।