সাইফুল ইসলাম।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত দলীয় কার্যালয়ে আয়েজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ৩০০ আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এসময় কুমিল্লা সদর -৬ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে বীর মুক্তি যোদ্ধা আ ক ম বাহা উদ্দিন বাহারের নাম ঘোষণা করা হয়। তার নাম ঘোষণার সাথে সাথেই আনন্দের জোয়ার বইতে শুরু করে নেতা কর্মী সহ সকল স্থানীয় মানুষজনের মাঝে। মহানগর আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগসহ অঙ্গ ওসহযোগী সংগঠন গুলো আনন্দ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।
এদিকে আ ক ম বাহা উদ্দিন বাহার নৌকার মনোনয়ন পাওয়ায় আনন্দ প্রকাশ করেছেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও কুসিক মেয়র আরফানুল হক রিফাত।
মনোনয়ন পেয়ে কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি আ ক ম বাহা উদ্দিন বাহার বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আবারোও প্রমান করেছেন আমার উপর নেত্রীর আস্থা সবচেয়ে বেশি। কোন ষড়যন্ত্রই কুমিল্লার উন্নয়ন, অগ্রগতিকে থামাতে পারবে না।
এফআর/অননিউজ