কুমিল্লা আদর্শ সদর উপজেলায় ৬৪০ জন প্রান্তিক কৃষকের মাঝে চলতি শীতকালীন রবিশষ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনার অংশ হিসাবে বিনামূল্যে ৮ প্রকারের শষ্য বীজ ও সার বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সামাজিক দূরত্ব বজায় রেখে গতকাল বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো.আমিনুল ইসলাম টুটুল। উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া আফরিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা বেগম বকুল। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আউলিয়া খাতুন। এ সময় উপজেলা কৃষি বিভাগের অনান্য মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা যায়, ২০২১-২২ অর্থবছরের কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় রবিশষ্য আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রনোদনার আওতায় গম, ভুট্টা, সরিষা,সূর্যমূখী,চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ,মসুর ও খেসারী ফসলের উন্নতমানের বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো.আমিনুল ইসলাম টুটুল বলেন, করোন মহাদুর্যোগে কৃষি বিভাগ ও কৃষকদের অবদান স্বরণীয় হয়ে থাকবে। সংকটের মাঝেও তারা অধিক পরিমান খাদ্য উৎপাদনের মাধ্যমে অনেকটা জাতির অন্নদাতার ভূমিকা পালন করছেন।
উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া আফরিন বলেন, দেশের করোনা ভাইরাসজনিত দূর্যোগে বর্তমান পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা প্রদান করেছেন তা সবাই মিলে বাস্তবায়ন করতে হবে। কোনো কৃষি জমি পতিত না রেখে দেশের খাদ্য উৎপাদন অব্যাহত রাখতে হবে। শীতে করোনার প্রকোপ বাড়তে শুরু করেছে সবাইকে সচেতন হতে হবে।
বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা রওশোন সুলতানা, উপ সহকারী কৃষি কর্মকর্তা আবদুল কাদের, তোফায়েল আহম্মেদ ,পিন্টু সরকার,ফরিদা ইয়াসমিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ সহকারী কৃষি কর্মকর্তা ছালেকুর রহমান।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।