সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের এর অভিযানিক দল সদর দক্ষিণ মডেল থানাধীন সুয়াগঞ্জ এলাকার সুবর্ণপুর মালিবাড়ীতে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে আসামীর বসতবাড়ীতে ১.২৭০(এক কেজি দুইশত সত্তর) কেজি গাঁজাসহ খোরশেদ আলম এর স্ত্রী কামরুন্নাহার (৩১) আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে ইন্সপেক্টর আবুবকর সিদ্দিক এর নেতৃত্বে এসআই রূপন কান্তি পাল, মুরাদ হোসেন, তমাল মজুমদারসহ অন্যান্য সদস্য অংশগ্রহণ করেন। এছাড়া পুলিশফোর্স, কুমিল্লা কাস্টমস এর সহকারী রাজস্ব কর্মকর্তা জনাব কায়কোবাদ ও এনএসআই এর ফিল্ড অফিসার অংশগ্রহণ করেন।
আসামীর বিরুদ্ধে এসআই তমাল মজুমদার বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেন।