কুমিল্লার সদর দক্ষিনে রাবেয়া বাশার ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
গতকাল উপজেলার ভুবনপুর পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর দক্ষিন উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাবেয়া বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন চৌধুরী, উপজেলা ভাইস-চেয়ারম্যান নাছিমা আক্তার পুতুল, ভুবনপুর পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ডাঃ কিরণ বৈদ্য, মোঃ মারুফ আহাম্মেদ।
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সদর দক্ষিণ ডায়াবেটিক সমিতির সার্বিক তত্ত্বাবধায়নে প্রায় দুই শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
এফআর/অননিউজ