কুমিল্লা সরকারী কলেজে শিক্ষক পরিষদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা সরকারী কলেজ মিলনায়তনে কুমিল্লা সরকারি কলেজের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক মো: তোবারক হোসেন মোল্লার সন্চালনায় কুমিল্লা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: বাহাদুর হোসেনের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।
এই সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা সরকারি কলেজের সকল শিক্ষক, কর্মচারী ও কুমিল্লা সরকারী কলেজের ছাত্রলীগের সকল কর্মীরা।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।