কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে ট্রাকচাপায় মোটরসাইকেলে থাকা দুই কিশোর নিহত হয়েছে। মহাসড়কের দেবিদ্বার উপজেলার ফুলগাছ তলায় রোববার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. আরিফ ও মো. ইরফান। দুর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরেক কিশোর জীবন দাস। তাকে ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ওসি কমল কৃষ্ণ ধর।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানায়, রোববার বিকেলে ফুলগাছ তলায় সামনে থাকা গাড়িকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকে চাপা পড়ে মোটরসাইকেলটি। ঘটনাস্থলে আরিফ নিহত হন। তিনি বাইক চালাচ্ছিলেন। আহত দুজনকে হাসপাতালে নেয়ার পথে ইরফানও মারা যান। এসময় স্থানীয়রা ট্রাকচালককে আটক করে পুলিশে দিয়েছে বলেও জানান ওসি।
এর আগে দুপুরে মনোহরগঞ্জ উপজেলায় ট্রাক্টর উল্টে চালক মো. শামীম নিহত হয়েছেন। উপজেলার সাইকচাইল উত্তরপাড়া ব্রিজের পাশে রোববার দুপুরে দুর্ঘটনাটি ঘটে।
মনোহরগঞ্জ উপজেলার নাথের পেটুয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আবদুর রহিম এসব নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, শামীম ট্রাক্টর দিয়ে সাইকচাইল ও আশপাশের এলাকায় হালচাষ করতেন। রোববার দুপুরে ওই ব্রিজের আশপাশের জমি চাষ শেষে রাস্তায় ওঠার সময় ট্রাক্টরটি উল্টে যায়। এ সময় শামীম ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান।