দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, জাতীয় নেতৃবন্দের মুক্তি, সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের দাবিতে কুমিল্লা সিলেট মহাসড়কের কোম্পানীগঞ্জে জামায়াতের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শনিবার সকালে মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জে অনুষ্ঠিত ওই বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা মিজানুর রহমান আতিকী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আনম ইলিয়াছ, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মিজানুর রহমান কর্মপরিষদ সদস্য জালাল উদ্দিন, গোলাম মোস্তফা, মাহবুব আলম মুন্সী ও নবীপুর পশ্চিম ইউনিয়ন সেক্রেটারী খোরশেদ আলম প্রমুখ।
এফআর/অননিউজ