কুমিল্লা প্রতিনিধি।।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)’র প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুর।
মোঙ্গলবার গণসংযোগ ও উন্নয়নের প্রচার পত্র বিতরণ কালে কেশবপুর, মাছিমপুর ও জগতপুরে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ইউনিয়নের জলাবদ্ধতা নিরসনের প্রতিশ্রুতি দেন ইঞ্জিনিয়ার আবদুস সবুর।
গণসংযোগকালে সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক ড. আব্দুল মান্নান জয়, বশিরুল আলম মিয়াজি, তিতাস উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক তফাজ্জল হোসেন ভূইয়া, সহসভাপতি শাহলম শান্তি, সাবেক সদস্য সচিব দেওয়ান জাহাঙ্গীর,যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন, দপ্তর সম্পাদক মীর শওকত লিটন,বন ও পরিবেশ সম্পাদক মামুনুর রশিদ মামুন,কুমিল্লা জেলা পরিষদের সদস্য দেলোয়ার হোসেন পলাশ,দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল, সালাউদ্দিন রিপন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সালেহ মোহাম্মদ টুটুল,বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন ভূইয়া,ভিটিকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মো: বাবুল আহমেদ, কলাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবউল্লাহ বাহার, দাউদকান্দি সদর উত্তরের চেয়ারম্যান কামরুজ্জামান শাহীন, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জি.এস সুমন, সাংগঠনিক সম্পাদক মো.দেলোয়ার হোসেন, তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মুকবুল মাহমুদ প্রধান, যুবলীগ সদস্য আমির হোসেন,শফিকুল ইসলাম ভূইয়া,কড়িকান্দি সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ছাইদুর রহমান ভুঁইয়া মেম্বার, সাবেক ছাত্রলীগ সভাপতি জগতপুর ইউনিয়ন ও বর্তমান ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান ওমর ফারুক, জগত পুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক,সাবেক যুব লীগ সভাপতি জগতপুর ইউনিয়নের জাকির হোসেন, জগতপুর ইউপি সদস্য হানু আক্তার,উপজেলা ছাত্র লীগের সভাপতি কামরুল হাসান তুষার, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম সরকার, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামসহ আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মীরা গণসংযোগে অংশ নেন।
এফআর/অননিউজ