কুমিল্লা-৭ ( চান্দিনা) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত ।
আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া নিশ্চিত করছে।
৬৮ বছর বয়সী ডা.প্রাণ গোপাল দত্ত (জন্ম ১ অক্টোবর ১৯৫৩) হলেন বাংলাদেশের একজন প্রখ্যাত চিকিৎসক। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। এদেশের চিকিৎসা সেবায় অনন্য সাধারণ অবদানের জন্য ২০১২ সালে তাকে “চিকিৎসাবিদ্যায় স্বাধীনতা পুরস্কার” প্রদান করা হয়।
উল্লেখ্য যে, সাবেক ডেপুটি স্পিকার ও কুমিল্লা-৭ (চান্দিনা) সংসদীয় আসনের ৫ বারের এমপি অধ্যাপক মো. আলী আশরাফ (৭৪)গত ৩০ জুলাই মৃত্যুবরণ করেছেন।উনার মৃত্যুর পর এই আসনটি শূন্য ঘোষণা করা হয়।
জেনিফার_______১১ সেপ্টেম্বর ২১