
ঐক্যবন্ধ হলেন কুমিল্লা -৯ লাকসাম- মনোহরগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন প্রাপ্ত আবুল কালাম ও মনোনয়ন বঞ্চিত সামিরা আজীম দোলা। কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্ল্যাহ বুলুর উপস্থিতিতে ঐক্যবন্ধ হয়ে দুই মনোনয়ন প্রত্যাশী নির্বাচনে একসাথে কাজ করে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার ঘোষণা দেন।
শনিবার সন্ধ্যায় কুমিল্লার লাকসাম বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি জাকারিয়া তাহের সুমনের সভাপতিত্বে ও বিএনপির কুমিল্লা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়ার পরিচালনায় বৈঠকে প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্ল্যাহ বুলু বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা এ দুই জনকে একসাথে কাজ করার জন্য এ বৈঠকে বসেছি এবং তারা দু 'জন এক সাথ হয়ে কাজ করে ধানের শীষকে বিজয়ী করবে।
তিনি আরও বলেন, এখানে ব্যক্তি পরিচয় নয় আমরা সবাই ধানের শীষের লোক। তাই ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। এ সময় ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার ঘোষণা দিয়ে বক্তব্য রাখেন কুমিল্লা -৯ আসনে বিএনপির মনোনীত প্রাথী আবুল কালাম ও মনোনয়ন বঞ্চিত সাবেক এমপি মরহুম কর্নেল এম আনোয়ারুল আজীমের মেয়ে সামিরা আজীম দোলা।
এ সময় কুমিল্লা -১০ নাঙ্গলকোট - লালমাই আসনের বিএনপি মনোনীত প্রাথী আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাদুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।