মৌলভীবাজারের কুলাউড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিট। এখন পর্যন্ত আটক করা হয়েছে ৯ জনকে।
শুক্রবার রাত সাড়ে ৮টা থেকে কুলাউড়া উপজেলার ১৩ নম্বর কর্মধা ইউনিয়নের জুগিটিলা গ্রামের ওই বাড়িটি ঘিরে রাখা হয়েছে। বাড়িতে ৫ জন পুরুষ ও ৪ নারী ছিলেন।
কুলাউড়া থানার ওসি আব্দুস সালেক এ তথ্য নিশ্চিত করেছেন। অভিযান এখনও চলছে, নিরাপত্তাজনিত কারণে কাউকে ওই এলাকায় ঢুকতে দেয়া হচ্ছে না। অভিযান শেষে বিস্তারিত জানাতে ব্রিফিং করবে আইনশৃংখলা বাহিনী বলে জানান ওসি।
এদিকে, কুলাউড়ার কর্মদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ জানান, তার ইউনিয়নের পূর্ব টাট্টি উলি গ্রামের বাইশালী নামক এলাকায় টিলার উপর নতুন স্থাপিত একটি বাড়িটি ঘিরে রেখেছে আইশৃঙ্খলা বাহিনী। তিনি জানান, ঢাকা থেকে আসা আইশৃঙ্খলা বাহিনীর একটি টিম এসেছে এবং তাদের সাহায্য করতে মৌলভীবাজার জেলা পুলিশ ও কুলাউড়া থানা পুলিশও রয়েছে ঘটনাস্থলে।
এফআর/অননিউজ