কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের বন্যা কবলিত এলাকার মানুষের মধ্যে সরকারি সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকালে সেনাবাহিনীর তত্বাবধানে ইউনিয়নের তিন শতাধিক পরিবারের হাতে এ খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
জানা যায়, সম্প্রতি পাহাড়ি ঢল ও নদী ভাঙনে জয়চন্ডী ইউনিয়নের বেশ কয়েকটি এলাকা বন্যা কবলিত হয়। পানি বন্দি হয়ে মানবেতর জীবনযাপন করেন হাজারো মানুষ। সরকারিভাবে পানি বন্দি মানুষকে খাদ্য সহায়তার উদ্যোগ নেওয়া হয়। বাংদেশ সেনাবাহিনী কুলাউড়া ক্যাম্পের সার্বিক তত্বাবধানে জয়চন্ডী ইউনিয়নের তিন শতাধিক পরিবারকে ১০ কেজি চাল, ১ লি: তেল এবং ১ কেজি করে ডাল প্রদান করা হয়।
এতে উপস্থিত ছিলেন, বাংদেশ সেনাবাহিনী কুলাউড়া ক্যাম্পের ক্যাপ্টেন আল ইমরান আদনান, জয়চন্ডী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব মাহাবুব, ইউনিয়নের সচিব আবদুল বারী, সাবেক ছাত্রনেতা রাহাত সিপার, ইউপি সদস্য ফজলুল আউয়াল, মোঃ মনু মিয়া, বিমল দাস, আজমল আলী, শংকর উরাং, জাহাঙ্গীর হোসেন, মিলন বৈদ্য, আলীম আহমদ, সাবিত্রী রাজভর, সীমা রানী ও নেহারুন বেগম।