কুষ্টিয়াতে মুক্তির উদ্যোগে কুষ্ঠ রোগীদের মাঝে ছাগল বিতরণ

কুষ্টিয়াতে মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এইপি প্রকল্পে রোগীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। আজ সকালে জেলার সংস্থাটির কার্যালয়ে উক্ত ছাগল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জানা যায় মুক্তি ২০১৫ সাল থেকে কুষ্ঠ রোগীদের নিয়ে কাজ করছে কুষ্টিয়া জেলার ছয়টি উপজেলায়। মুক্তি এই অসহায় কুষ্ঠ রোগীদের সাধারণ প্রতিবন্ধী ও প্রান্তিক মানুষের নিয়ে ৪২ টি সেল্প হেল্প গ্রুপ গঠন করেছে। উক্ত সেল্প হেল্প গ্রুপের কুষ্ঠ রোগীদের মাঝে ছাগল বিতরণ করা হয় ভ্যগি ম্যথড পদ্ধতিতে। উক্ত ছাগল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এইচ এম আনারুল ইসলাম, মুক্তির নির্বাহী প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা মানবকর্মী জনাব মমতাজ আরা বেগম, মুক্তির প্রোগ্রাম কো অর্ডিনেটর জনাব সাইদুল হক মতিন সহ প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট অনেকেই।

অনুষ্ঠানে সিভিল সার্জন ডাঃ এইচ এম আনারুল ইসলাম বলেন, মুক্তি ও দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশে এই কুষ্ঠ রোগীদের নিয়ে যে সমস্ত কার্যক্রম করছে তাতে নিশ্চয়ই তাদের ভাগ্য উন্নয়ন সম্ভব। সে সময় তিনি এই মহতী উদ্যোগকে সাধুবাদও জানান এবং আশা প্রকাশ করেন কুষ্ঠ রোগীদের জন্য এই ধরনের কার্যক্রম চলমান থাকবে।

আরো দেখুনঃ