কুষ্টিয়ায় দৌলতপুরে খেরেজ আলী ফকির (৬৫) নামে এক বৃদ্ধকে ভারী বস্তু দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে দৌলতপুর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
খেরেজ আলী উপজেলার রিফাইতপুর ইউনিয়নের সংগ্রামপুর দরগাবাড়ি ঈদগাপাড়া গ্রামের মৃত সুরত আলী ফকিরের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে সংগ্রামপুর গ্রামের মাঠে খেরেজ আলী ফকিরের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে স্থানীয়রা দৌলতপুর থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ নিহত বৃদ্ধের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
খেরেজ আলীর মাথায় আঘাত চিহ্ন পাওয়া গেছে। তবে কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে তা জানাতে পারেনি পুলিশ। খেরেজ আলী ফকির বাড়িতে একা ছিলেন। শুক্রবার রাতে দুবৃর্ত্তরা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে মাঠের মধ্যে হত্যাকাণ্ড ঘটায় বলে এলাকাবাসীর ধারণা।
দৌলতপুর থানার ওসি (তদন্ত) রাকিবুল হাসান জানান, খেরেজ আলী নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে বলে জানান ওসি।
এফআর/অননিউজ