কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়ার কুমারখালীতে চাচাতো বোনের শ্বশুর বাড়ির উঠান থেকে স্বপন আলী (২৬) নামের এক যুবকের হাত-পা ভাঙা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার কুমারখালী পৌরসভার ৮ নং ওয়ার্ডের জালাল মোড় এলাকার আসাদের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্বপন আলী চুয়াডাঙ্গা দর্শনা উপজেলার আব্দুর রশিদের ছেলে। তিনি পেশায় একজন গাড়িচালক।
পুলিশ ও স্বজনদের ভাষ্য, পরকীয়া প্রেমের জেরে চাচাতো বোন ও তার শ্বশুরবাড়ির লোকজন ওই যুবককে পিটিয়ে হত্যা করে উঠানে মরদেহ ফেলে পালিয়ে গেছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম বলেন, আসাদের বাড়ির উঠান থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের মাথার চুলকাটা ও শরীরের একাধিক স্থানে আঘাতের চিহৃ ও রক্ত রয়েছে। ধারণা করা হচ্ছে, চাচাতো বোনের সঙ্গে পরকীয়া প্রেমের জেরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।
এফআর/অননিউজ