কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়ার ভেড়ামারার পল্লীতে রাশেদুল প্রামানিক (৪২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার উপজেলার হোসেনপুরের দলুয়া মধ্যবর্তী মাঠে মৃতদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। রাশেদুল প্রামানিক জেলার দৌলতপুর উপজেলার গাছেরদিয়াড় গ্রামের মৃত পিয়ার প্রামানিকের ছেলে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জহির জানান, কৃষক মাঠে ঘাস কাটতে গেলে ঐ ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে। তার খবরের ভিত্তিতে ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়। লাশের শরীরে আঘাতের চিহ্ন না থাকলেও কানের নীচে রক্ত রয়েছে। তবে ময়নাতদন্ত রির্পোট হাতে পেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলা যাবে।
নিহত ব্যক্তি নিখোঁজ ছিলেন কিনা বা তার পরিবারের কোন অভিযোগ আছে কিনা-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে এখনও তেমন কোন অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
এফআর/অননিউজ