কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়া জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসাবে মনোনীত হলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু।
কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জন্ম-মৃত্যু নিবন্ধন সংক্রান্ত মতবিনিময় সভায় এ ফলাফল প্রকাশ করা হয়েছে। জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে শ্রেষ্ঠত্ব অর্জন করায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় কুষ্টিয়ার জেলা প্রশাসক এহেতেশাম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের পরিচালক মো. হুসাইন শওকত।
এছাড়াও কুষ্টিয়া জেলার সেরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সেরা ইউপি সচিব হিসেবে ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউপি চেয়ারম্যান সামছুল হক ও ইউপি সচিব মনোনীত হয়েছে।
এফআর/অননিউজ